পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেন ছিনতাই করে যাত্রীদের জিম্মি করেছিল স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। সেনা অভিযানে সব হামলাকারী নিহত হয়ে ট্রেনের ৪৫০ যাত্রী উদ্ধার হয়েছে।
গত মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফের কাছে হামলার শিকার হয়। বিএলএ’র ৩০ জন সশস্ত্র সদস্য এই ছিনতাই অভিযানে অংশ নেয়। পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত অভিযানে সব হামলাকারী নিহত হয় এবং ট্রেনের যাত্রীদের উদ্ধার করা হয়।
এ ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেছেন যাত্রীরা। ইশাক নূর নামে এক যাত্রী বলেন, “যখন গুলি চলছিল, আমরা দমবন্ধ অনুভব করছিলাম। কেউ জানত না, পরবর্তী মুহূর্তে কী হবে।” আরেক যাত্রী মুহাম্মদ আশরাফ বলেন, “পুরো পরিস্থিতি যেন কেয়ামতের মতো মনে হচ্ছিল।”
হামলার পর বিএলএ দাবি জানায়, বন্দি বালোচ রাজনৈতিক নেতাদের মুক্তি না দিলে যাত্রীদের হত্যা করা হবে। সময়সীমা বেঁধে দেওয়া হয় ৪৮ ঘণ্টা। জিম্মিদের মধ্যে ১০০ জনের বেশি সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য ছিলেন। সেনা অভিযান শুরুর আগেই ২১ জন যাত্রীকে হত্যা করে হামলাকারীরা।
উদ্ধার পাওয়া এক যাত্রী মোহাম্মদ নূর জানান, হামলার সময় তিনি ও তার স্ত্রী সন্তানদের রক্ষায় নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। আরেক যাত্রী মুশতাক মুহাম্মদ বলেন, “আতঙ্কে কাঁপছিলাম। হামলাকারীদের ভাষা বুঝতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল, বেঁচে ফেরা সম্ভব নয়।”
এ অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান সেনাবাহিনী ট্রেনের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় এবং দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে।