ইউক্রেনের চলমান সংঘাতে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছে রাশিয়া। মস্কোর দাবি, ইউরোপীয় দেশগুলো শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে এবং যুদ্ধ দীর্ঘায়িত করাই তাদের লক্ষ্য।
শুক্রবার (১৪ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেন, জার্মানি ও ফ্রান্স ২০১৪-২০১৫ সালের মিনস্ক চুক্তি লঙ্ঘন করেছে এবং যুক্তরাজ্য ২০২২ সালে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় যেতে নিরুৎসাহিত করেছে।
তিনি আরও বলেন, ইউরোপের কিছু রাজনৈতিক শক্তি ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনার যে কোনো প্রচেষ্টাকে বাধা দিচ্ছে। ইউক্রেনে বিদেশি সামরিক ইউনিট বা ঘাঁটি মোতায়েনের পরিকল্পনাকে ‘একেবারে অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, এতে ইউরোপীয় দেশগুলো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে এবং মস্কো এর যথাযথ জবাব দেবে।
রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে জাখারোভা বলেন, মস্কো সম্পর্ক উন্নয়নের বিষয়ে ওয়াশিংটনের বক্তব্য শুনেছে, তবে অতীতে যুক্তরাষ্ট্রের কথার সঙ্গে কাজের মিল পাওয়া যায়নি, তাই বাস্তব পদক্ষেপই হবে গুরুত্বপূর্ণ।