টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলা ভারত আগামী বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তারা বিভিন্ন দেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে বাংলাদেশ সফরও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় ভারত ২০২৭ বিশ্বকাপের আগে ২৭টি ওয়ানডে ম্যাচ খেলবে। এর মধ্যে চলতি বছর ৯টি এবং বাকি ১৮টি ম্যাচ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা অনুযায়ী, আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। সেখানে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।
এছাড়া, ২০২৫ ও ২০২৬ সালে ভারত আরও আটটি ওয়ানডে সিরিজ খেলবে:
- অক্টোবর ২০২৫: অস্ট্রেলিয়ার বিপক্ষে (অ্যাওয়ে)
- নভেম্বর ২০২৫: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (হোম)
- জানুয়ারি ২০২৬: নিউজিল্যান্ডের বিপক্ষে (হোম)
- জুন ২০২৬: আফগানিস্তানের বিপক্ষে (হোম)
- জুলাই ২০২৬: ইংল্যান্ডের বিপক্ষে (অ্যাওয়ে)
- সেপ্টেম্বর ২০২৬: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (হোম)
- নভেম্বর ২০২৬: নিউজিল্যান্ডের বিপক্ষে (অ্যাওয়ে)
- ডিসেম্বর ২০২৬: শ্রীলঙ্কার বিপক্ষে (হোম)
এদিকে, রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে গুঞ্জন থাকলেও তারা ওয়ানডে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চান। এমনকি ২০২৭ বিশ্বকাপে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। ভারতের মূল লক্ষ্য হলো বড় দলগুলোর বিপক্ষে বেশি ওয়ানডে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া।
বিশ্বকাপকে সামনে রেখে ভারতের এই ওয়ানডে পরিকল্পনা ক্রিকেট বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, তারা মাঠের পারফরম্যান্স দিয়ে পরিকল্পনাকে কতটা বাস্তবে রূপ দিতে পারে।