সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ধর্ষণকে ধর্ষণই বলতে হবে

Fresh News রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫
১০:৪৬ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

‘ধর্ষণকে ধর্ষণই বলতে হবে,’ ধর্ষণকে ‘নির্যাতন বলার কোনও সুযোগ নেই বলে জানিয়েছে শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক এনজিও। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বক্তারা।

দেশব্যাপী চলমান প্রতিবাদে সংহতি জানিয়ে সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র এবং ব্রেকিং দ্য সাইলেন্স যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমকে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করে ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন। তার এমন বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন ও চাইল্ড রাইটস গভর্ন্যান্স বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, সকল অপরাধকে যদি সরলীকরণ করা হয় তাহলে যথাযথ আইন প্রয়োগ সম্ভব হবে না।