রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় দলের অধ্যায় শেষ, ইনজুরিতে ভুগছেন মাহমুদউল্লাহ

Fresh News রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের অধ্যায় শেষ হয়েছে।

শেষবার তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন, যেখানে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে চোটের কারণে একাদশে ছিলেন না। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেও বলার মতো কোনো পারফরম্যান্স করতে পারেননি। সেটাই ছিল লাল-সবুজের জার্সিতে তার শেষ ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে অনুশীলনের সময় ডান পায়ের মাংসপেশিতে টান পড়ে মাহমুদউল্লাহর। পুরোনো সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি, যার ফলে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে মাঠে নামলেও প্রথম ম্যাচে ১০ রান করে আউট হন। এরপর থেকে আর কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। বিসিবির মেডিকেল সূত্র জানিয়েছে, ২৪ মার্চ তিনি মাঠে ফিরতে পারেন, তবে যদি সেদিনও না খেলতে পারেন, তাহলে ঈদের পর তাকে আবার মাঠে দেখা যেতে পারে।