রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্রে ১৫০০ এর বেশি বিজ্ঞানী চাকরিচ্যুত করার পরিকল্পনা

Fresh News রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫
১১:১৪ পূর্বাহ্ণ

সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১,৫০০-এরও বেশি বিজ্ঞানী ও গবেষককে চাকরিচ্যুত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ব্যাপারে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিজ্ঞান, মহাকাশ ও প্রযুক্তি বিষয়ক কমিটি তথ্য দিয়েছে।

মঙ্গলবার কংগ্রেসের অধিবেশনে উপস্থাপিত এক প্রতিবেদনে জানানো হয়, চাকরিচ্যুতির এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)-তে কর্মরত। পরিবেশ দূষণ, সুপেয় পানি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণার সঙ্গে তারা জড়িত।

প্রতিবেদনে আরও বলা হয়, কিছু কর্মীকে অন্যান্য সরকারি সংস্থায় বদলি করা হতে পারে, তবে অধিকাংশই চাকরি হারাবেন। যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ট্রাম্প প্রশাসন। তবে শপথ গ্রহণের পর থেকেই সরকারি ব্যয় কমানোর নামে হাজারো কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করেছে তার প্রশাসন।

ইপিএতে বর্তমানে প্রায় ১,৭০০ বিজ্ঞানী ও গবেষক কর্মরত আছেন। ফেব্রুয়ারিতে ইপিএ’র প্রধান নির্বাহী লি জেলডিনকে ট্রাম্প জানিয়েছিলেন, সংস্থাটির ৬৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তার।

এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিজ্ঞান, মহাকাশ ও পরিবেশ সংক্রান্ত কমিটির অন্যতম সদস্য, ক্যালিফোর্নিয়ার এমপি জোয়ে লফগ্রিন বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে বিজ্ঞানকে রাজনৈতিকীকরণ করেছিলেন, এবার তিনি বিজ্ঞানকে হত্যার পরিকল্পনা নিয়েছেন।”