রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৯ মাস পর মহাকাশ থেকে ফিরলেন ৪ নভোচারী

Fresh News রিপোর্ট
মার্চ ১৯, ২০২৫
১১:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ২৮৬ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস, বাচ উইলমোর, নিক হগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে তাদের বহনকারী স্পেসএক্সের ‘ক্রু ড্রাগন’ ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে সফলভাবে অবতরণ করে।

চারটি বিশেষ প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলটি সাগরে নামে। অবতরণের পর কিছুক্ষণ পানিতে ভেসে থাকার পর মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ এসে নভোচারীদের উদ্ধার করে।

গত বছর জুনে বোয়িংয়ের তৈরি স্টারলাইনার নভোযানে করে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনীতা ও বাচ, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে তারা ফিরে আসতে পারেননি। পরে নাসার উদ্যোগে ক্রু-১০ মিশনের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।

নাসার কর্মকর্তারা জানিয়েছেন, ৯ মাসের এই অভিযানে নভোচারীরা ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে প্রায় ১৫০টি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেছেন।

ফিরলেও নভোচারীদের কয়েক সপ্তাহ ক্রু কোয়ার্টারে পর্যবেক্ষণে রাখা হবে, কারণ দীর্ঘ সময় শূন্য মাধ্যাকর্ষণে থাকার ফলে শরীরে নানা পরিবর্তন ঘটে। তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বাভাবিক জীবনে ফেরার অনুমতি দেওয়া হবে।