বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চন্দ্রিমা উদ্যানের নাম পুনর্বহাল হয়ে জিয়া উদ্যান

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
১০:১৭ পূর্বাহ্ণ

ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের নাম পুনরায় ‘জিয়া উদ্যান’ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের পরিবর্তিত নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখা হয়েছিল। তবে এবার আগের নামই পুনর্বহাল করা হলো।