রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ব্রিটিশ এমপির

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
১০:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণার অভিযোগ করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো এক চিঠিতে টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো ‘মিথ্যা ও হয়রানিমূলক’। তারা অভিযোগ করেছেন, গণমাধ্যমে অভিযোগ প্রকাশ করা হলেও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

টিউলিপ সিদ্দিক চলতি বছরের জানুয়ারিতে ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের পদ থেকে সরে দাঁড়ান। তবে তিনি সরকারের কর্মকাণ্ডে ‘বিক্ষিপ্ততার’ কারণ হতে চাননি বলেই পদত্যাগ করেছেন বলে জানান।

দুদক পাল্টা জবাবে দাবি করেছে, টিউলিপ আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছেন এবং তার ‘অজ্ঞতার’ দাবি গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যেও আলোচনা চলছে, যেখানে বিরোধীদল তার বরখাস্তের দাবি জানিয়েছে।