বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
২:৩২ অপরাহ্ণ

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি বৃষ্টিবলয়, যা আগামী ২৪ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর থেকে ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এটি সক্রিয় থাকতে পারে। এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয়, যার ফলে পরিষ্কার আকাশে হঠাৎ পশ্চিম আকাশে মেঘ জমে, তারপর কালবৈশাখীর মতো দমকা হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টি হবে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যাবে।

বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং কিছু স্থান বিশেষভাবে ভারী বৃষ্টির সম্মুখীন হতে পারে। এ অঞ্চলে গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে, তবে কিছু এলাকায় ৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, বৃষ্টির সময় সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট ও খুলনা বিভাগের বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।