বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঈদকে সামনে রেখে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
৭:০৩ অপরাহ্ণ

পবিত্র রমজান মাস চলমান, সামনে খুশির ঈদ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশে কেনাকাটা বেড়েছে। তাই প্রবাসী বাংলাদেশিরা পরিবারের অতিরিক্ত খরচের কথা মাথায় রেখে বেশি পরিমাণে অর্থ পাঠাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২২,৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, চলতি ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহিত হবে।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৭৮ শতাংশ। ২০২৩ সালের মার্চের প্রথম ১৯ দিনে ১২৬ কোটি ডলার এসেছিল, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২,০৭৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।

ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ২৫২ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩১,৯৪০ কোটি টাকা। গড়ে প্রতিদিন এসেছে ৯ কোটি ডলার বা ১,১১০ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে টানা সাত মাস রেমিট্যান্স প্রবাহ দুই বিলিয়নের বেশি রয়েছে। বিশেষ করে আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার দেশে এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসী আয় ধারাবাহিকভাবে ইতিবাচক অবস্থানে রয়েছে।