বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গুলশানে ব্যবসায়িক বিরোধে যুবককে গুলি করে হত্যা

Fresh News রিপোর্ট
মার্চ ২১, ২০২৫
১১:২৩ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশানে সুমন (৩৩) নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ প্লাজার পাশে শুটিং ক্লাবের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

পরিবারের দাবি, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করা হয়েছে। মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে রাজনৈতিক পরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী একটি গ্রুপের হুমকির মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হন।

নিহতের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া জানান, মহাখালী টিবি গেট এলাকায় ‘প্রিয়জন’ নামে একটি ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতেন সুমন। তার ব্যবসায়িক বিরোধ ছিল ‘একে-৪৭ গ্রুপের’ রুবেল নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি ডিস ব্যবসার সঙ্গে যুক্ত। রুবেল আগেও সুমনকে হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

সুমনের স্ত্রী মৌসুমী বলেন, প্রতিদ্বন্দ্বী পক্ষ তার স্বামীকে নানা হয়রানির মাধ্যমে ব্যবসা ছাড়তে বাধ্য করে এবং সব সংযোগ লাইন কেটে দেয়।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানান, হত্যাকাণ্ডের সময় সুমন পুলিশ প্লাজার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পথচারীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।