কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাজিল। শুক্রবার (২২ মার্চ) ভোরে ঘরের মাঠ বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত দুই দেখায় জয়বঞ্চিত থাকা ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ ছিল না। ইনজুরির কারণে নেইমার, এডারসন ও দানিলোর মতো তারকাদের ছাড়াই মাঠে নামে তারা। প্রথমার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে বিরতির আগে লুইস দিয়াজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা তৈরি হয়। ম্যাচের যোগ করা সময়ের নবম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র।
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় বড় উন্নতি করেছে ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছে, আর কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে।