বুধবার
২৩শে এপ্রিল, ২০২৫
১০ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক অনিশ্চিত

Fresh News রিপোর্ট
মার্চ ২১, ২০২৫
৭:২৮ অপরাহ্ণ

এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতারা অংশ নেবেন। বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে ড. ইউনূস ও মোদির মধ্যে একটি বৈঠক আয়োজনের অনুরোধ জানালেও, এ ধরনের আনুষ্ঠানিক বৈঠক হবে না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে আনুষ্ঠানিক বৈঠক আয়োজন সম্ভব নয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য ভারতের বিরুদ্ধে নিয়মিত সমালোচনা করায় দিল্লি এমন বৈঠক নিয়ে অনাগ্রহ দেখিয়েছে।

একটি সূত্র বলছে, সম্মেলনে বিশ্বনেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তাই ড. ইউনূস ও মোদির মধ্যে স্বাভাবিক কথাবার্তা হতে পারে। তবে আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা কম।