সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ

Fresh News রিপোর্ট
মার্চ ২৩, ২০২৫
২:২০ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লায় বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। রোববার ভোরে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  আনা হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আত্নীয়রা জানান, শহরের তল্লা এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকে পরিবারটি। সেহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় গৃহকর্ত্রী কমলা বেগমের শরীরে। এ সময় পাশের কক্ষ থেকে স্বামী এবং মেয়ে ছুটে এসে কমলার শরীরের আগুন নেভাতে গেলে তারাও দগ্ধ হন। পরবর্তীতে তিনজনকেই উদ্ধার করে প্রথমে নগরীর খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ‘কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা

আশঙ্কাজনক। আর বাবা-মেয়ে সামান্য দগ্ধ হয়েছেন। তদেরও চিকিৎসা চলছে।