সৌদি আরবের পবিত্র শহর মক্কায় গত শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মরু জলবায়ুর এই অঞ্চলে এর আগে কখনও একদিনে এত বেশি বৃষ্টির নজির পাওয়া যায়নি বলে জানাচ্ছেন সৌদির আবহাওয়াবিদরা।
সৌদির পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের মোট ১৩টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে অন্তত ১০টি এলাকাতেই শুক্রবার ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাবে কিছু জায়গায় তাপমাত্রা হ্রাস পেয়েছে, সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃষ্টিপাতের দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল মক্কা-তায়েফ অঞ্চলের আল হাদা পার্ক এলাকা, যেখানে একদিনে ৪২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পরেই রয়েছে আল জুমুকে ৪০ দশমিক ৪ মিলিমিটার এবং আল শাফায় ২৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত।
সৌদির উপকূলীয় শহর জেদ্দার বাদশাহ আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে রাজধানী রিয়াদে বৃষ্টিপাতের মাত্রা ছিল অপেক্ষাকৃত কম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেখানে সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে শুক্রবারের মধ্যে।
আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আবহাওয়া ব্যবস্থার অস্বাভাবিক আচরণের কারণেই মরু অঞ্চলেও এমন বৃষ্টির ঘটনা ঘটছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে দেশটির বিভিন্ন পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।