শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মুন্সীগঞ্জে গ্রেপ্তার আ.লীগ নেতা

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১০:৪৬ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে রাজধানী ঢাকার ওয়ারী এলাকা থেকে বাদলকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার একটি দল। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

তিনি টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা চৌরাস্তা এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম জানান, রোববার ওয়ারী থানা পুলিশ তাকে আটক করে টঙ্গিবাড়ী থানায় হস্তান্তর করে। সোমবার তাকে ছাত্র জনতার ওপর হামলার মামলায় আদালতে প্রেরণ করা হয়।