মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঈদে সারাদেশে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১২:৫৯ অপরাহ্ণ

আসন্ন ৯ দিনের ঈদ ছুটিতে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ঈদের সময় আইনশৃঙ্খলার বর্তমান স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানান সচিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার ঈদ-উল-ফিতরের পরে কাজ শুরু করতে পারে। ফলে এবার থেকে বাংলাদেশি নাগরিকরা সরাসরি ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের কমান্ডার মার্ক হোয়াইটচার্চ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পক্ষে এসওপিতে স্বাক্ষর করেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন।