মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সুপ্রিম কোর্টে নতুন দুই বিচারপতির শপথ গ্রহণ

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:০৫ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (২৪ মার্চ) রাষ্ট্রপতি তাদের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।