রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:০৮ অপরাহ্ণ

বাংলাদেশে চরমপন্থি হামলার আশঙ্কা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে।

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারী বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশসহ সব দেশের ক্ষেত্রে মানবাধিকার এবং নাগরিকদের ন্যায্য প্রত্যাশা পূরণের বিষয়টিকেও গুরুত্ব দেয় ওয়াশিংটন।

প্রশ্নকারী বাংলাদেশে সম্ভাব্য ইসলামপন্থি চরমপন্থি হামলার বিষয়ে সেনাপ্রধানের সতর্কবার্তা এবং সাংবাদিকদের কারাদণ্ডের বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তবে ট্যামি ব্রুস সরাসরি এ প্রশ্নের জবাব না দিয়ে কূটনৈতিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।