মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

Fresh News রিপোর্ট
মার্চ ২৬, ২০২৫
৩:২৬ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি এবং সকাল ৬টার দিকে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও সালাম প্রদান করে।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান উঠে আসে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে।