মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্বাচ্ছন্দ্যে শুরু ঈদযাত্রা, এখনও চাপ কম গাবতলীতে

Fresh News রিপোর্ট
মার্চ ২৬, ২০২৫
৩:২৮ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষজন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আগেভাগেই ছুটি নিয়ে ফিরছেন গ্রামের বাড়িতে। ফলে গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতি কিছুটা বাড়লেও এখনও স্বস্তিদায়ক পরিবেশে যাত্রা করছেন অনেকে।

বুধবার (২৬ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের ভিড় তেমন জমে ওঠেনি। দূরপাল্লার বাসগুলো মূল সড়কের একপাশে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে, পাশেই মাইক্রোবাস চালকরাও ডাকছেন যাত্রীদের। যাত্রীরা বলছেন, ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যে টিকিট সংগ্রহ করতে পারছেন এবং ভাড়াও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত রয়েছে।

দুই সন্তান নিয়ে গাবতলীতে বসে থাকা নাসিমা সুলতানা যাচ্ছেন নওগাঁর বদলগাছীতে। জানান, স্বামী অফিস থেকে ছুটি না পেয়ে ঈদের আগের দিন যাবেন বলে জানালে, ঝামেলা এড়াতে সন্তানদের নিয়ে আগেভাগেই রওনা হয়েছেন।

ঝিনাইদহগামী যাত্রী রুহুল আমিন বলেন, “অগ্রিম ছুটি পেয়ে আল্লাহর রহমতে কোনো ঝামেলা ছাড়াই বের হতে পেরেছি। আগে গেলে ভিড়, জ্যাম কিছুই থাকে না।”

একইভাবে, পিরোজপুর যাচ্ছেন ফয়সাল হোসেন। জানান, “আজও অফিস ছিল, গিয়ে সাইন করে বের হয়েছি। ৯ মাস পর বাড়ি যাচ্ছি, অনেক আনন্দ লাগছে। আমার ঈদ তো এখন থেকেই শুরু।”

শ্যামলী পরিবহনের সিনিয়র কাউন্টার ম্যানেজার প্রভাত জানান, এখনো যাত্রীর চাপ কম। তবে ২৭, ২৮ ও ২৯ মার্চ—এই তিন দিনে গার্মেন্টস ছুটি ও সরকারি ছুটির কারণে ভিড় বাড়বে বলে আশা করছেন তারা।

ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছি। এখন পর্যন্ত এক টাকাও বাড়ানো হয়নি। তবে কিছু লোকাল পরিবহন ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।”

কমফোর্ট পরিবহনের কাউন্টার মাস্টার সেন্টু মিয়া জানান, “গাবতলীতে এসেই যাত্রীরা সহজেই টিকিট পাচ্ছেন। অনেকেই পরিবারের সদস্যদের আগে পাঠিয়ে দিচ্ছেন। তবে বৃহস্পতিবার বিকেল থেকে ভিড় অনেক বেড়ে যাবে বলে আশা করছি।”

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের সম্ভাব্য তারিখ ৩০ বা ৩১ মার্চ ধরা হচ্ছে। সেই হিসাবে যাত্রার চাপ বৃহস্পতিবার থেকে বাড়বে। চাপ বাড়লে অতিরিক্ত বাস চালুর প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছেন তারা।

এখন পর্যন্ত রাজধানী ছাড়ার শুরুটা স্বাচ্ছন্দ্যে হলেও সামনে যাত্রা কতটা মসৃণ থাকবে, তা নির্ভর করছে ভিড় ও যানজটের পরিস্থিতির ওপর। তবে যাত্রীদের মুখে হাসি, আগেভাগে বাড়ি ফেরার স্বস্তিই যেন এবারের ঈদযাত্রার শুরুটা ভালো করেই জানিয়ে দিচ্ছে।