মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে ভোর থেকেই ভিড় জমিয়েছে সর্বস্তরের মানুষ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে হাজির হয়েছেন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (২৬ মার্চ) ভোর থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। যাদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ, তাদের স্মরণে হাজারো মানুষ ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়ান শহীদ বেদীর সামনে। লাল-সবুজের পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও আসেন শ্রদ্ধা জানাতে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদী ফুলে ভরে ওঠে। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়ম মেনে সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানান। কেউ দাঁড়িয়ে থাকেন নীরবে, কেউ আবার শহীদদের স্মৃতিতে চোখের জল ফেলেন নিঃশব্দে।
এর আগে, ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশি-বিদেশি কূটনীতিকরা।
জাতীয় স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন যেন পুরো জাতির পক্ষ থেকে এক নীরব কৃতজ্ঞতা—সেইসব বীরদের প্রতি, যাঁরা জীবন দিয়েছেন একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের জন্য।