মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এশিয়ার অভিন্ন ভবিষ্যতের জন্য রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টা

Fresh News রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫
১২:১১ অপরাহ্ণ

এশিয়ার টেকসই সমৃদ্ধি ও অভিন্ন ভবিষ্যৎ নিশ্চিত করতে সদস্য দেশগুলোকে একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “এই পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামাজিক অগ্রগতির জন্য পারস্পরিক সহযোগিতা ছাড়া সামনে এগোনো সম্ভব নয়।”

আর্থিক খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী তহবিল দরকার, যা ক্রমবর্ধমান উন্নয়ন চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।”

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে ড. ইউনূস বলেন, “এশিয়া এখনও সবচেয়ে কম সংহত অঞ্চলগুলোর একটি। আমাদের অবশ্যই দ্রুততার সঙ্গে আন্তঃআঞ্চলিক বাণিজ্য সহযোগিতা জোরদার করতে হবে। বাণিজ্যই হতে পারে একীভবনের সবচেয়ে কার্যকর হাতিয়ার।”

খাদ্য ও কৃষি খাত নিয়ে বক্তব্যে তিনি বলেন, “আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশীয় উৎপাদন বাড়াতে হবে, আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনের দিকে এগোতে হবে। টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু-স্মার্ট প্রযুক্তি এবং পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতির বিস্তার জরুরি।”

প্রযুক্তি খাতে এশিয়ার সম্ভাবনা ও করণীয় প্রসঙ্গে ইউনূস বলেন, “এশিয়াকে একটি শক্তিশালী প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেম গড়ে তুলতে হবে—যা হবে পুনরুদ্ধারমূলক, অন্তর্ভুক্তিমূলক ও সমবন্টনমুখী। এজন্য জ্ঞান ভাগাভাগি, প্রযুক্তিতে বিনিয়োগ এবং উদ্ভাবনে সহযোগিতা বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “ডিজিটাল সমাধান ও উদ্ভাবনই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। একক প্রচেষ্টার বাইরে গিয়ে সম্মিলিত সহযোগিতার ভিত্তিতে আমাদের অগ্রসর হতে হবে।”

বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) সম্মেলনে ড. ইউনূসের এই বক্তব্য এশিয়ার আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক গভীর করার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।