সিরাজগঞ্জ দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ এপ্রিল) বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে বওড়া কামারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আলহাজ্ব লুৎফর রহমান দালালের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসের স্থান নেই। যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী বা চাঁদাবাজি করে তাহলে তাকে বেঁধে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দিবেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তারা বিগত ১৬ বছর অবৈধ ভাবে ক্ষমতা দখল করে দেশের অর্থ লুটপাট, দূর্নীতি, অর্থ পাচার, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা করেছে। ছাত্র জনতা আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে একটি গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আলীম বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, আমি কথা দিচ্ছি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে এই বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে কোন ধরনের সন্ত্রাসী ও মাদক কারবারি থাকবে না। বিএনপির কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে সে যত বড় নেতাই হোক কেন।
এছাড়াও বেলকুচির দৌলতপুর ইউনিয়নে গোপালপুর এমদাদিয়া নূরানী মাদরাসা , ফুটানী মার্কেট, আজুগড়া, জামতৈল বাজারে পথসভা, গণসংযোগ ও এলাকার মুরুব্বি, শিক্ষক এবং নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ পুনর্মিলনী, গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল ভূঁইয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির নেতা জাহিদুল হক মুক্তা, বিএনপি নেতা সাইদুল ইসলাম, যুবদলের আহবায়ক শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহসান প্রমুখ।