সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে সংঘর্ষ

Fresh News রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৫
৯:৩৫ পূর্বাহ্ণ

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। শহরের দুটি স্থানে অফিস ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ছাত্রদল নেতা রোমানের রাজনৈতিক অফিসে ভাঙচুর চালানো হয়। এরপর রাত ১০টার দিকে শহরের ইয়া‌ছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পার্কিং করা সাব্বির হোসেনের প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আহ্বায়ক রোমান অভিযোগ করে বলেন, “সাব্বির হোসেনের নেতৃত্বে কিছু যুবক হঠাৎ আমার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি।”

অন্যদিকে, ঘটনার পরপরই সাব্বির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, “ঈদের আগে রোমান আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি তার লোকজন দিয়ে আমার গাড়িতে আগুন লাগিয়ে দেন।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “রাতের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকেই এ ধরনের সংঘর্ষের পেছনে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।