সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় সমেশপুর ন্যাশনাল ফ্রেন্ডস ক্লাব এর আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল টুর্ণামেন্ট হয়।
সমশেরপুর ন্যাশনাল ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি ও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনের সভাপতিত্বে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনালে নিউ সোনালী সংঘ ভায়ারচর কামারখন্দ বনাম প্রাণীসেবা ফুটবল একাদশ সিরাজগঞ্জ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম।
খেলায় প্রাণীসেবা ফুটবল একাদশ সিরাজগঞ্জকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউ সোনালী সংঘ ভায়ারচর কামারখন্দ। পরে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রুহুল আমিন মন্টু, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক মোঃ নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বিএনপি নেতা মোঃ গোলাম আযম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি মোঃ ইসমাইল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মাহমুদুল হাসান শুভ, বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান নবী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিটর মাহমুদুল হাসান আজাদ প্রমুখ।