শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফিলিস্তিনি শিশুদের প্রতি সংহতি: কামারখন্দে কোমলমতিদের মানববন্ধন

Fresh News রিপোর্ট
এপ্রিল ৭, ২০২৫
৫:১৪ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

সাত থেকে দশ বছর বয়সী শিশুরা। হাতে প্ল্যাকার্ড “আমাদের বন্ধুদের বাঁচাও”, “তোমরা কারা? তোমরা পশু”, “শিশু হত্যা বন্ধ করো, মনুষ্যত্ব অর্জন করো। এভাবেই ফিলিস্তিনি শিশুদের ওপর চলমান সহিংসতার প্রতিবাদ জানালো সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার অনুপম কিন্ডারগার্টেনের  শিক্ষার্থীরা।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় কামারখন্দের অনুপম কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে অংশ নিয়ে অনুপম কিন্ডারগার্টেনের পরিচালক ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম বলেন, ফিলিস্তিনি শিশুদের যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি নিয়েছি। ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে মানবতার পক্ষে আমরা এই অবস্থান নিয়েছি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনের শিশু হত্যার প্রতিবাদে যে ক্লাস বর্জন করছে, তা মানবিকতার বহিঃপ্রকাশ। আমরা সেই উদ্যোগকেও স্বাগত জানাই।