সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চিলমারী-হরিপুর তিস্তা সেতুতে উত্ত্যক্ততার জেরে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫

Fresh News রিপোর্ট
এপ্রিল ১০, ২০২৫
৭:৩২ অপরাহ্ণ

কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের মধ্যবর্তী চিলমারী-হরিপুর তিস্তা সেতুতে এক মা-মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। ঘটনার পর সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া গ্রামের এক নারী তার কিশোরী মেয়েকে নিয়ে তিস্তা সেতু এলাকায় ঘুরতে যান। সেখানে গাইবান্ধার হরিপুর ইউনিয়নের দুই থানার মোড় এলাকার তিন কিশোর—বিজয়, পাভেল ও সুমন—গোপনে তাদের ছবি তোলে এবং উত্ত্যক্ত করার চেষ্টা করে। প্রতিবাদ করলে কিশোরেরা উল্টো মা-মেয়ের সঙ্গে অশোভন আচরণ করে।

এ সময় চিলমারীর দুই যুবক—সাজু ও মোতালেব—বিষয়টির প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বৃহস্পতিবার সকালে, যখন রমনা ইউনিয়নের আলমগীর হোসেন তার ভুট্টাখেত দেখতে গিয়ে মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার জেরে দুই গ্রামে মাইকিং করে লোক জড়ো করা হয় এবং বেলা ১১টার দিকে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চিলমারী থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের বাধা উপেক্ষা করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই থানার মোড় এলাকায়। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, ছবি তোলা ও উত্ত্যক্ততার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।