ফ্রেশ নিউজ :
ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। এর আগে বুধবার (৯ এপ্রিল) রাতে পৌর এলাকার মধুপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— দাগনভূঞা উপজেলার মোহাম্মদ বিন জাহেদ (১৯), চট্টগ্রামের ভূজপুর থানার মো. মন্নান হোসেন (২২), বাগেরহাটের মোড়েলগঞ্জের মো. সোহান (২১) ও কুমিল্লার চৌদ্দগ্রামের মো. এনামুল হক রাসেল (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ফেনী মডেল থানা পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি লোহার পাইপ, দুইটি ছুরি, একটি টর্চলাইট, মুখোশ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন বলেন, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এর আগেও বিভিন্ন এলাকায় ডাকাতি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।