শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ২

Fresh News রিপোর্ট
এপ্রিল ১১, ২০২৫
৯:২৯ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হনুফা আক্তার এবং অজ্ঞাত এক যুবক। নিহত হনুফা জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রিপন মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী আহত রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। ত্রিশাল থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, এ দুর্ঘটনায় নিহত ২ জনের মধ‍্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।