সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পাঁচদিন ধরে চলবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১২, ২০২৫
১২:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) এই তথ্য জানিয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, দেশের উত্তর ও পূর্বাঞ্চলজুড়ে বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। রংপুর ও সিলেট বিভাগে বেশি সক্রিয় থাকবে বৃষ্টির প্রভাব। আগামী কয়েকদিন রাজধানীসহ ঢাকার আশপাশেও দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

রোববার থেকে বুধবার পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কিছু অঞ্চলে হতে পারে দমকা হাওয়াসহ বজ্রপাত।

বৃষ্টির কারণে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে হ্রাস পেতে শুরু করবে বলে পূর্বাভাসে জানানো হয়। বিশেষ করে বুধবারের পর বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে এবং দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমে শীতল আবহাওয়া বিরাজ করবে।

এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, যেসব এলাকায় সাম্প্রতিক সময়ে তাপপ্রবাহ বয়ে গেছে, সেখানে এই বৃষ্টিপাত স্বস্তি নিয়ে আসবে। তবে হালকা বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে দুর্বল গৃহনির্মাণ ও খোলা জায়গায় সাবধানে চলাফেরার পরামর্শ দিয়েছেন তারা।