গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-টাঙ্গাইল রেলপথের সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার খবর নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী ট্রেনটি সালনা ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ তিনটি বগির চাকা লাইনচ্যুত হয়। এর ফলে যমুনা সেতু হয়ে চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এই দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।