প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ.কে.এম.এ আউয়াল এবং তার স্ত্রী পারভীন আউয়ালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি চার্জশিট অনুমোদন দিয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চার্জশিটের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আউয়াল দম্পতির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। তদন্ত শেষে দুদক জানিয়েছে, সাবেক এমপি আউয়াল জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৫ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। অপরদিকে, তার স্ত্রী পারভীন আউয়াল স্বামীর আর্থিক সহায়তা ও প্রভাবের মাধ্যমে ৯০ লাখ ৬২ হাজার ৬৩৩ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। মামলাগুলোর পরবর্তী আইনি কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে দুদক।