স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদের অপসারণ ও তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইটি উদ্যোক্তা কাউন্সিল। রোববার (১৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া উদ্যোক্তারা অভিযোগ করেন, সামি আহমেদ সরকার সমর্থিত রাজনৈতিক সিন্ডিকেটের অংশ হয়ে স্টার্টআপ বিনিয়োগ কার্যক্রমে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে প্রায় ৮০ কোটি টাকা বিতরণ করা হয়েছে যেগুলোর বড় অংশই সফলতা দেখাতে পারেনি।
বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক ও জনপ্রিয় উদ্যোগগুলোকে বিনিয়োগ থেকে বাদ দিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এমনকি তার কর্মকাণ্ড সরকারি নীতিমালার পরিপন্থী বলেও অভিযোগ তোলেন তারা।
এসময় সামি আহমেদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দায়িত্ব থেকে অব্যাহতি এবং স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের জন্য নতুন স্বচ্ছ ও জবাবদিহিমূলক গাইডলাইন প্রণয়নের দাবি জানানো হয়।
মানববন্ধনে কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বিন সফি, সদস্য সচিব খাবিরুল জাহান সাজিদসহ আইটি উদ্যোক্তা মেহেদী হাসান, আহসান হাবীব, ফাউজিয়া নিগার সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের কাছে সংশ্লিষ্ট অভিযোগ ও প্রস্তাবনা তুলে দেওয়া হয়েছে।