অহিংসবাদ, সম্প্রীতি ও মানবিকতা—এই আদর্শেই একটি সহনশীল বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ হাজার বছর ধরে সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে।
তিনি বলেন, “আমরা চাই এই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। গৌতম বুদ্ধের অহিংস ও ভালোবাসার বাণী আমাদের বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ যেন এ দেশকে নিজেদের মনে করে, সেই পরিবেশই আমরা তৈরি করতে চাই।”
জেনারেল ওয়াকার আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব জায়গায় শান্তি বজায় রাখার জন্য সেনাবাহিনী সব সময় প্রস্তুত। দেশ যেন হানাহানি-বিদ্বেষ থেকে মুক্ত থাকে, এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ অংশগ্রহণ করায় সেটিকে তিনি ‘সম্প্রীতির মিলনমেলা’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, “এই মিলনের মধ্য দিয়েই আমাদের চাওয়া—শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ বাংলাদেশ।”