বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে উৎসবের আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেমেছে প্রাণের জোয়ার। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হবে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তার আগেই চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ ও মানুষের উচ্ছ্বাস।
চারুকলা অনুষদ প্রাঙ্গণজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল প্ল্যাকার্ড, মুখোশ ও নানা আকৃতির শিল্পকর্ম সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে শোভাযাত্রার জন্য। ‘পানি লাগবে পানি’ শীর্ষক প্রতিকৃতিসহ রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ ও তরমুজের মতো চেনা প্রতীকগুলো। শিল্পী ও শিক্ষার্থীদের পাশাপাশি ভোর থেকে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষও। প্রিয়জনদের সঙ্গে ছবি তোলা, শিশুদের উচ্ছ্বাস আর পোশাকে উৎসবের ছোঁয়ায় পুরো এলাকাজুড়ে বইছে নতুন বছরের আনন্দ।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে বের হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। চারুকলা থেকে শুরু হয়ে এটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনের রাস্তা ঘুরে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে।
শোভাযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নির্ধারিত পয়েন্ট, নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে প্রবেশের অনুমতি মিলবে অংশগ্রহণকারীদের।
নববর্ষ উদযাপনের প্রাণকেন্দ্র হয়ে ওঠা চারুকলা এখন বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের মিলনমেলায় রূপ নিয়েছে।