রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সুদের টাকার সালিশে নারীকে মারধরের ঘটনা বিএনপির সাত নেতার বিরুদ্ধে মামলা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৪, ২০২৫
১০:৪৩ পূর্বাহ্ণ

কুমিল্লার দেবিদ্বারে সুদের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে স্থানীয় এক সালিশ বৈঠকে নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় বিএনপির সাত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর এলাকায় এ ঘটনা ঘটে, যা রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী নারী রোববার দেবিদ্বার থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে ভানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুল আউয়ালকে। এছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজিসহ আরও ছয় নেতাকে অভিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী এক লাখ ২৫ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। সময়মতো টাকা পরিশোধ না করায় সালিশ ডাকা হয়, যেখানে অভিযুক্তরা তাকে চাপ দেন টাকা বা বাড়ি লিখে দেওয়ার জন্য। প্রতিবাদ করায় তাকে প্রকাশ্যে মারধর করা হয়। সেই দৃশ্য কেউ মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন ইলিয়াস বলেন, ঘটনার অভিযোগ পেয়েই মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্ত নেতারা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।