রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫
১১:৩৩ পূর্বাহ্ণ

আজ ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে মাছের সুষ্ঠু প্রজনন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হবে। নিষেধাজ্ঞা চলাকালীন প্রতি জেলেকে মাথাপিছু ৭৮ কেজি করে চাল দেওয়া হবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, শুধু ভোলা জেলাতেই সমুদ্রগামী জেলের সংখ্যা ৬৫ হাজারের মতো। এই সময় তারা সমুদ্রে মাছ ধরায় বিরত থাকবেন। সরকারের পক্ষ থেকে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ অনুযায়ী প্রতিবছর নির্ধারিত সময়কালের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। এতে করে দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন এবং টেকসই আহরণে ইতিবাচক প্রভাব পড়ে।

এই সময় কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়মিত টহল দিয়ে নিষেধাজ্ঞা কার্যকরের তদারকি করবে।