ঝালকাঠি শহরের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার ভোর ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জানান, সাকুরা পরিবহনের একটি বাস রাজধানী ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। বাসটি ইছানীল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ১৩ জনকে স্থানীয়রা, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।