শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপার প্রস্তুতি নিয়ে আজ ইসিতে বৈঠক

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫
১১:৫৩ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার ছাপার প্রস্তুতি নিতে আজ নির্বাচন কমিশন (ইসি) ও বিজি প্রেসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন ভবনের কক্ষ ৩১৪-তে এ বৈঠক আহ্বান করেছে ইসি। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে উপস্থিত থাকতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসি সূত্র।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে— নির্বাচনী কাগজপত্র সংগ্রহ ও সংরক্ষণ, মুদ্রণ কার্যক্রম শুরুর সময় নির্ধারণ, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার মুদ্রণের পরিকল্পনা এবং সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে সিদ্ধান্ত।

ইসি জানিয়েছে, ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে সাড়ে ১২ কোটির বেশি ভোটারের জন্য ব্যালট, ফরম, আচরণবিধি, ম্যানুয়ালসহ হাজার টন কাগজের প্রয়োজন হবে। তাই ব্যালট মুদ্রণ কার্যক্রম আগেভাগেই শুরু করতে উদ্যোগ নিচ্ছে কমিশন।