রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

Fresh News রিপোর্ট
এপ্রিল ২০, ২০২৫
২:০১ অপরাহ্ণ

তিন দিনের বিরতির পর ফের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার (২০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ এবং নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৈঠকের শুরুতে সালাহউদ্দিন বলেন, পূর্ববর্তী আলোচনার বিষয়গুলো ইতোমধ্যে দলীয় ফোরামে আলোচিত হয়েছে এবং আজকের আলোচনা শেষে বিস্তারিত জানানো যাবে।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তার সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত বৃহস্পতিবার কমিশনের সঙ্গে বিএনপির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর আগে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ প্রাপ্তির পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়।

কমিশন জানায়, ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত ৩৪টি দল তাদের মতামত জমা দিয়েছে। এসব মতামতের ভিত্তিতেই কমিশন রাজনৈতিক সমঝোতার একটি রূপরেখা তৈরির চেষ্টা করছে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি প্রথম দফা বৈঠক হয় ফরেন সার্ভিস একাডেমিতে। ২০ মার্চ থেকে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা। আজকের বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন ও সংস্কার বিষয়ে তাদের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।