রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শান্ত-মুমিনুলের জুটিতে বিপদ সামলাচ্ছে বাংলাদেশ

Fresh News রিপোর্ট
এপ্রিল ২০, ২০২৫
২:০৬ অপরাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিন ভালো সূচনা করেও ইনিংস বড় করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মাত্র ১ রানের ব্যবধানে দুজনই ভিক্টর নিয়াউচির শিকার হন। তবে পরে শান্ত ও মুমিনুল হক গড়েছেন প্রতিরোধের জুটি, মধ্যাহ্ন বিরতির সময় বাংলাদেশ সংগ্রহ করেছে ২ উইকেটে ৮৪ রান।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন পর ফিরে আসেন মুশফিকুর রহিম। দলে জায়গা পান সাদমান ইসলামও, জাকির হাসানের বদলে।

খেলা শুরুর পর প্রথম স্পেলে জিম্বাবুয়ের দুই পেসার মুজারাবানি ও এনগারাবা খুব একটা চাপ তৈরি করতে পারেননি। তবে নবম ওভারে নিয়াউচির আগমনে বদলে যায় দৃশ্যপট। তার বলেই প্রথমে সাদমান ও পরে জয় ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। সাদমান করেন ১২ এবং জয় ফেরেন ১৪ রান করে।

এরপর শান্ত ও মুমিনুল দায়িত্ব নেন ইনিংস মেরামতের। প্রথম দিকে কিছুটা বেগ পেলেও তারা ধীরে ধীরে নিজেদের মানিয়ে নেন। এক পর্যায়ে মুমিনুল জীবন পেয়ে যান উইকেটকিপারের ভুলে। এরপর দুজনই কিছুটা আগ্রাসী মেজাজে খেলেন এবং জুটি গড়েন ৫০ রানের ওপরে।

বিরতির আগে শান্ত ৩০ ও মুমিনুল ২১ রান নিয়ে অপরাজিত আছেন। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান।