বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

খেলার মাঠ, পার্ক ও উদ্যানে স্থাপনা বন্ধের দাবি জানালো গ্রীন ভয়েস

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৫
৭:২২ অপরাহ্ণ

 

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস দেশের সব খেলার মাঠ, পার্ক ও উদ্যানে স্থাপনা বন্ধ করে এগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে। পাশাপাশি, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ বাস্তবায়ন করারও দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে এসব দাবি উত্থাপন করা হয়।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আরও কয়েকটি দাবি জানান, যার মধ্যে শহীদ আনোয়ারা উদ্যানকে জনসাধারণের জন্য উন্মুক্ত করার, পান্থকুঞ্জ পার্কের অরণ্য ফিরিয়ে আনার, কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের এবং সবুজে ঘেরা ওসমানী উদ্যান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি রয়েছে। এছাড়া, তাজউদ্দীন পার্কের ইজারা বাতিল করে সেখানে নতুন-পুরাতন সব স্থাপনা অপসারণের কথাও জানানো হয়।

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ২০০০ সালের খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনকে উপেক্ষা করে সরকার এসব স্থানে স্থাপনা নির্মাণ করছে, যার ফলে জনগণের জন্য খোলা এসব জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ, তিনি ধানমন্ডি মাঠের কথা তুলে ধরেন, যেখানে ২০০৯ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড প্রতিষ্ঠার পর মাঠটি ঘিরে ফেলা হয়, ফলে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারছে না।

আলমগীর কবির আরও বলেন, ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান, যা একসময় এলাকার মানুষের জন্য আশীর্বাদ ছিল, বর্তমানে মেট্রো রেলের অবকাঠামোর কারণে বন্ধ হয়ে গেছে। পান্থকুঞ্জ পার্কের পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের জন্য।

এছাড়া, গুলশান মডেল টাউনের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কও একসময় জনসাধারণের জন্য খোলা ছিল, কিন্তু এখন সেখানে ইয়ুথ ক্লাবের দখল চলে গেছে।

যুব সমাবেশে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা এবং অন্যান্য নেতৃবৃন্দ।