সিরাজগঞ্জ শহীদ ক্যাডেট একাডেমির আবাসিক ভবনে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রের বাবা।
১২ বছর বয়সী এসএম ফারহান সাদিক ফাহিম নামের ওই শিক্ষার্থী সাত মাস ধরে শহীদ ক্যাডেট একাডেমির আবাসিকে থেকে পড়াশোনা করছিল। ১৭ জুলাই সকালে অসুস্থতার কারণে ঘুম থেকে উঠতে দেরি হলে সহকারী শিক্ষক বুলবুল ইসলাম তাকে ঘুমন্ত অবস্থায় কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং পরে বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন শুক্রবার ফাহিমের বাবা-মা ছেলেকে দেখতে গেলে সহপাঠীদের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন এবং ফাহিমের শরীরে মারধরের চিহ্ন দেখতে পান। পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর বিচার চাইতে ফাহিমের অভিভাবক প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জুর কাছে গেলে তিনি প্রথমে আশ্বাস দিলেও পরে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো হুমকি দেন এবং ফাহিমের বাবাকে অফিস থেকে বের করে দেন। থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
২৫ জুলাই বৃহস্পতিবার শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলা দায়ের করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সদর থানাকে তা এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে সহকারী শিক্ষক বুলবুল ইসলাম জানান, শিক্ষার্থীরা মাঝে মাঝে দুষ্টুমি করে, তাই শাসনের অংশ হিসেবে সামান্য মারধর করা হয়েছিল। পরিচালক হাসানুজ্জামান রঞ্জুর দাবি, হয়তো শাসন একটু বেশি হয়ে গেছে, তবে অভিভাবকরা তার সঙ্গে যোগাযোগ করেননি।