বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শিক্ষার্থীদের আন্দোলনে রাবিতে পোষ্য কোটা বাতিল: উপাচার্য

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২, ২০২৫
১১:৩৮ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এ সিদ্ধান্তের কথা জানান। আলোচনায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আর কোনো পোষ্য কোটা থাকবে না। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে এবং এটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে।

এর আগে, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এতে দুই উপ-উপাচার্যসহ প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রশাসন ভবনে আটকা পড়েন। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি পূরণ না হলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে “কমপ্লিট শাটডাউনের” ঘোষণা দেন।

আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, পোষ্য কোটা বাতিলের পাশাপাশি আবেদন ফি কমানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। উপাচার্য এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব শিক্ষার্থীদের বিজয়কে স্বীকার করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে পোষ্য কোটার বিরুদ্ধে ছিলেন। তবে প্রশাসনিক দায়িত্ব পালনে নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির মুখে তিনি এটি স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।