ফ্রেশ নিউজ :
ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ২ স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুটের ঘটনা ঘটেছে। তবে পালানোর আগে স্থানীয়রা আটক করে পাঁচ ভুয়া ডিবিকে পুলিশে সোপর্দ করেছেন।
মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর বোডিং এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বরিশালের গৌরনদী থানা এলাকার মো. রুবেল আহমেদ (৪০), কিশোরগঞ্জ জেলার দুলু মিয়া (৪৫), নেত্রকোনা জেলার উৎপল দেবনাথ (৪৬), মো. শরিফুল ইসলাম (৩৮) ও মো. আরিফ হোসেন (৪২)।
এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ ও র্যাবের বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ডিবি পরিচয়ে কেরানীগঞ্জে নবকলি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থামায়। তাদের কাছে ডিবিপুলিশ লেখা একটি মাইক্রোবাসও ছিল। এ সময় তারা সুমন সরকার (৪০) ও অন্তর পাল ওরফে পার্থ (২৩) নামে স্বর্ণ ব্যবসায়ীকে জোর করে বাস থেকে নামায়।
এ সময় যাত্রীরা চিৎকার করলে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সন্দেহ হলে ডিবি পরিচয় দেওয়া ৫ জনকে আটক করে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশকে খবর দেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।