মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঝড়ের রাতে জন্ম, নাম তাই ‘তুফান

Fresh News রিপোর্ট
মে ২৪, ২০২৫
৮:১২ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ :

এক ঘূর্ণিঝড়ের রাত। চারপাশে দমকা হাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আর বিদ্যুৎ চমকানো সেই সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দের ধলেশ্বর গ্রামের খামারে জন্ম নেয় এক লাল রঙের ষাঁড়। মালিক মইনুল হক সেই রাতের স্মৃতিকে ধরে রাখতে নাম রাখেন ‘তুফান।

আজ তিন বছর সাত মাস পর সেই তুফান শুধু একটি গরু নয়, হয়ে উঠেছে ঈদের বাজারের কেন্দ্রবিন্দু, এলাকার গর্ব এবং এক মানুষের স্বপ্নের প্রতীক। তুফান এখন ১৭ মণের বিশাল দেহের বাহমা শাহী আল জাতের ষাঁড়। অর্থাৎ ওজন প্রায় ৬৮০ কেজি। প্রতিদিন দেশি ঘাস, ভুষি, খৈল আর ছোলা—সবই প্রাকৃতিক খাদ্য দেওয়া হয় তাকে।

মালিক মইনুল গর্ব করেই বলেন, স্টেরয়েড বা ক্ষতিকর কিছু খাওয়ানো হয়নি। প্রাকৃতিক উপায়েই মোটা করা হয়েছে। মইনুল হক ১৩ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। তখন হাতে ছিল সীমিত পুঁজি। মাত্র ৬৫ হাজার টাকায় কেনেন একটি শাহী আল জাতের গাভী। ধীরে ধীরে বাড়ে আগ্রহ, বাড়ে দক্ষতা।

গড়ে তোলেন একটি পরিপূর্ণ খামার। বর্তমানে তার খামারে রয়েছে ফ্রিজি, হোলস্টাইন, ফ্রিজিয়ান ও শাহী আল জাতের ১২টি গরু। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

মইনুল হক বলেন, আমি প্রবাস থেকে ফিরে কিছু করতে চেয়েছিলাম। গরুর খামার শুরু করি ভালোবাসা থেকে। তুফান আমার সেই ভালোবাসার প্রতীক। এবারের কোরবানির ঈদে তিনি তুফানের দাম হাঁকছেন ৬ লাখ টাকা।  তুফান শুধু গরু না, আমার সন্তানের মতো। তুফানকে দেখতে আসেন এলাকার বহু মানুষ। কেউ কেউ ছবি তোলেন, কেউ আবার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

স্থানীয় বেপারীরাও এসেছেন কিনতে, তবে মইনুল এখনো বিক্রি করেননি। তাঁর চাওয়া, ভালো দাম, আর তার চেয়েও বেশি, ভালো ক্রেতা যিনি বুঝবেন তুফানের মূল্য শুধু ওজনে নয়, অনুভূতিতেও। প্রতিবেশীরা বলেন, আমরা ছোটবেলা থেকে মইনুল ভাইকে পরিশ্রম করতে দেখছি। তুফানকে দেখতে গিয়ে আমরাও মাঝে মাঝে ছবি তুলেছি। আশা করি মইনুল ভাই তুফানের দাম ভালোই পাবেন।

কামারখন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.মনিরুল ইসলাম সরকার  বলেন, উপজেলায় কোরবানির জন্য প্রায় ৫৬ হাজার পশু প্রস্তুত রয়েছে আর আমাদের উপজেলায় চাহিদা রয়েছে প্রায় ১৫ হাজার। আমরা খামারীদের নিয়ে উঠান বৈঠকসহ নানান ধরনের পরামর্শ দিচ্ছি। এছাড়া প্রতি হাটে আমাদের মেডিকেল টিম থাকবে।