মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাংবাদিক মুন্নী সাহার ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, তদন্তে সিআইডি

Fresh News রিপোর্ট
মে ২৫, ২০২৫
১০:১৮ পূর্বাহ্ণ

আদালতের নির্দেশে সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে বর্তমানে প্রায় ১৮ কোটি টাকার স্থিতি রয়েছে।

শনিবার (২৪ মে) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্নী সাহা ও তার স্বামী সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ এসেছে। এসব অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে লেনদেনের প্রমাণ মিলেছে।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। প্রাথমিক তদন্তে দেখা যায়, মুন্নী সাহা ও সংশ্লিষ্টদের নামে ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যার মধ্যে ৩৫টি বর্তমানে চালু রয়েছে।

এসব হিসাব ঘেঁটে দেখা গেছে, সময়ের ব্যবধানে প্রায় ১৮৬ কোটি টাকার বেশি অর্থ লেনদেন হয়েছে, যা সন্দেহজনক বলে মনে করে তদন্তকারীরা ৫ মে আদালতে আবেদন করেন।

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব ওই দিনই ৩৫টি ব্যাংক হিসাব এবং therein থাকা ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেন। সিআইডি জানায়, মানিলন্ডারিং প্রতিরোধে তাদের অনুসন্ধান এখনো চলমান রয়েছে।