পবিত্র ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে। আজ মঙ্গলবার (২৭ মে) বিক্রি হচ্ছে ঈদের আগের সপ্তম দিনের, অর্থাৎ ৬ জুনের যাত্রার টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, যাত্রীদের ভিড় ও ভোগান্তি কমাতেই এই উদ্যোগ। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে উন্মুক্ত হয়।
প্রতিবারের মতো এবারও ঈদযাত্রায় রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। এই টিকিটগুলো ঈদের আগে সাত দিনের জন্য বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট যথাক্রমে ২১ মে থেকে আজ ২৭ মে পর্যন্ত ধাপে ধাপে বিক্রি হচ্ছে। যাত্রীরা অনলাইনে একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
তবে এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না—এমন নির্দেশনাও দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রত্যাশিত হিটের সংখ্যা ইতোমধ্যেই কোটি ছাড়িয়ে গেছে। পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য হিটের সংখ্যা ৩ কোটির কাছাকাছি পৌঁছেছে, আর পূর্বাঞ্চলের জন্য হিট হয়েছে প্রায় ২ কোটি।
টিকিট সংগ্রহে আগ্রহী যাত্রীদের রেলওয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মেই প্রবেশ করে সময়মতো টিকিট কাটার আহ্বান জানানো হয়েছে।