মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

Fresh News রিপোর্ট
মে ২৯, ২০২৫
১২:০৯ অপরাহ্ণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকার পথে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনাটি ঘটে যখন প্রচণ্ড বৃষ্টির কারণে লাউয়াছড়া বনের ভেতর একটি বড় গাছ রেললাইনের ওপর হেলে পড়ে। ঠিক সেই সময় বনপথে অতিক্রম করছিল কালনী এক্সপ্রেস ট্রেনটি। গাছের সঙ্গে সংঘর্ষে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগলেও যাত্রীরা নিরাপদে ছিলেন এবং কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, ধাক্কায় ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।